সারসংক্ষেপ:
“জীবন-তৃষা” ভিনসেন্ট ভ্যান গোঘ্-এর বিস্ময়কর জীবনের এক কালজয়ী উপাখ্যান। প্যারিসের রাস্তায় হাঁটতে হাঁটতে তরুণ ভিনসেন্ট ভ্যান গোঘ্ মনে করতেন— এই পৃথিবীতে তার কোনো জায়গা নেই। দারিদ্র্য, একের পর এক হৃদয়ভঙ্গ আর পারিবারিক বাধ্যবাধকতার যন্ত্রণা নিয়ে তিনি ছিলেন এক পীড়িত আত্মা—যার ভেতরে ছিল সৃষ্টিশীলতার দহন, অথচ প্রকাশের কোনো পথ ছিল না। যতক্ষণ না একদিন তিনি হাতে তুলেছিলেন তুলি। অসাধারণ সংবেদনশীলতা ও আবেগে লেখা এই উপন্যাসে পাঠক হেঁটে যাবেন এক যন্ত্রণাক্লিষ্ট শিল্পীর জীবনের ভেতর দিয়ে—দেখবেন কীভাবে অবিরাম হতাশা, মানসিক অস্থিরতা ও সমালোচনার ঝড়ের মধ্যে দিয়েও গড়ে উঠেছিল এক অনন্য প্রতিভার সৃজনযাত্রা—যে শিল্পী আজ বিশ্বের শ্রেষ্ঠদের একজন হিসেবে অমর হয়ে আছেন।