সারসংক্ষেপ:
ছোট্ট তোত্তোচান। প্রথাগত সব স্কুল থেকে সেই বাচ্চা বয়সে বিতাড়িত হয় দুর্দান্ত সেই শিশু---কী এমন অপরাধ তার? শেষমেশ মা খুঁজে বের করেন হেডমাস্টার সোশাকু কোবাইয়াশির ব্যতিক্রমধর্মী সেই স্কুল---তোমোয়ে গাকুয়েন। যেখানে তোত্তোচান হয়ে উঠেছিল আদর্শ ছাত্র। কেমন ছিলেন মাস্টার মশায় সোশাকু কোবাইয়াশি, আর তাঁর রেলগাড়ি-স্কুল? প্রথাগত শিক্ষাব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি পূরণে আর সীমাবদ্ধতাকে অতিক্রম করতে শিক্ষক আর অভিভাবকের অভিজ্ঞতাকে ঋদ্ধ করবে বইটি।