সারসংক্ষেপ:
আসিফ বসে রুমালে আলতা মেশানো জলটা রুমালে মুছে নিলো, এই আলতাও একটু আগে নিশার পায়ে ছিল বুঝি! এত ভালোবাসা বুকের কোথায় লুকিয়ে থাকে, আসিফ জানে না। হোক নিশার বিয়ে, তারপরেও নিশা শুধুমাত্র আসিফেরই থাকবে। কেউ কখনো আসিফের বুকের ভেতর থেকে নিশাকে সরাতে পারবে না। সত্যি বলতে কেউ কখনো আসিফকে নিশার মতো ভালোবাসেনি ....