সারসংক্ষেপ:
ছোটচাচী ফুলটা ধরে বললেন " এই ফুলের নাম জানিস না এলাচি? এটা ভাঁটফুল, জীবনানন্দ এই ফুল ইন্দ্রসভায় নৃত্যরত বেহুলার পায়ে জড়িয়েছেন তার কল্পনায়, কি সুন্দর লিখেছেন, 'বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো কেঁদেছিল তার পায়ে" এই ফুলের আরেকটা নাম আছে জানিস, ঘন্টাকর্ণ। তুই চিনিসই না! জীবনের আনন্দ গুলো এই ভাঁটফুলের মতো, হাতের এতো কাছে, চোখের সামনে অথচ আমরা তাকে চিনিই না!