সারসংক্ষেপ:
কোসুকে কিনদাইচি গোকুমন দ্বীপে এসেছে একটা দুঃসংবাদ নিয়ে—দ্বীপের সবচেয়ে প্রভাবশালী পরিবারের উত্তরাধিকারী যুদ্ধ শেষে ফেরার পথে মারা গিয়েছে। কিন্তু কিনদাইচি এখানে কেবলই বার্তাবাহক হিসেবে এসেছে তা কিন্তু না। মৃত্যুর আগ মুহূর্তে সেই মানুষটা তাকে বলে গিয়েছে, তার তিন সৎবোনের জীবন এখন সংকটে, সে জীবিত না ফিরলে মরতে হবে তাদের। উশকো-খুশকো চেহারার এই গোয়েন্দা রহস্যময় এই ভবিষ্যদ্বাণীর পেছনের কাহিনি উদ্ঘাটন করতে আর ঐ তিন বোনকে রক্ষা করতে চলে এলো গোকুমন দ্বীপে। কিন্তু কোসুকে কিনদাইচি দ্বীপে পা রাখতেই পালটে গেল পরিস্থিতি। তিন বোনের একজন নিখোঁজ হলো এক রাতে। জীবিত উদ্ধার করতে পারবে কোসুকে? নাকি গোয়েন্দাকে পিছু ছুটতে হবে কয়েকটি অবাস্তব হত্যাকাণ্ডের?