"অপেক্ষা জিনিসটা খুব কঠিন। অপেক্ষার ফল যদি হয় প্রত্যাশিত তাহলে এমন অপেক্ষা সারাজীবন করা যায়। কিন্তু অপেক্ষার ফল যদি হয় বিষণ্ণতা তবে এমন অপেক্ষা মানুষকে মরণ যন্ত্রণা দেয়। সব অপেক্ষা ঠোক ভালোবাসার, ভালো লাগার, ভালো থাকার। যেমন সুন্দর অপেক্ষা, তেমন সুন্দর অপেক্ষা পর পাওয়া ভালোবাসা।”