সারসংক্ষেপ:
“নারী, তুমি সত্যি বড্ড সরল। জানো না পুরুষ সরলতার প্রেমে বেশি পড়ে?” প্রান্তিকের কথায় রজনি বাঁকা চোখে তাকালে সে ফের বলল, “তুমি না-হয় রোজ রোদ হয়েই এসো আমার আঙিনায়! আমি রোজ গায়ে রোদ মেখে তোমায় অনুভব করব।” প্রান্তিকের কথায় এবার রজনি অগ্নিদৃষ্টিতে তাকাল। প্রান্তিক ফের বলল, “এত নেশা কেন বালিকা, তোমার দুচোখ জুড়ে? এই নেশা আমি কাটিয়ে উঠতে পারব না কখনোই।