সারসংক্ষেপ:
“এই-যে এখানে, এখানে এসে একদম ঠিক করোনি তুমি। এরজন্য তোমার শাস্তি প্রাপ্য, সুগন্ধি ফুল।” আবরাজ নিজের বুকের ওপর বাঁ পাশে ফিজার হাত চেপে ধরে বলল। ফিজা অস্ফুটে বলে উঠল, “সুগন্ধি ফুল!” ফিজা ফিরে বসল আবরাজের দিকে। অদ্ভুত শিহরন হলো শরীরে। কেমন যেন একটা অনুভূতি! ভালো খারাপ ফিজা এই মুহূর্তে বোঝে না। আবরাজ ফিজার কপালের আশেপাশের চুল গুলো তর্জনী আঙুল দিয়ে কানের পিঠে গুঁজে দিতে দিতে বলে উঠল, “তুমি তোমার নামের অর্থ জানো না? ফিজা অর্থ সুগন্ধি পুষ্প, ফুল। দুটো মিলে আবরাজ খানের সুগন্ধি ফুল।”