সারসংক্ষেপ:
ঘূর্ণি... এই শহর ঘূর্ণি দ্বারা আক্রান্ত... কুরো উজু-চো, জাপানের তীরে কুয়াশাচ্ছন্ন একটা ছোট্ট শহর- এক অভিশপ্ত শহর। টিনেজার কিরিয়ে গোশিমার বয়ফ্রেন্ড, শুইচি সাইতোর মতে, তাদের শহর কোনো ব্যক্তি বা ভূত দ্বারা তাড়িত নয়, বরং এক প্যাটার্ন দ্বারা তাড়িত: উজুমাকি, ঘূর্ণি এই পৃথিবীতে সম্মোহনের এক গোপন আকৃতি। বিজার, ক্রিপি এই হরর মাঙ্গা নিঃসন্দেহে একটা মাস্টারপিস। আতঙ্কের ঘূর্ণিতে পড়ে যাবেন না যেন।