সারসংক্ষেপ:
অদূরে দফ বেজে চলেছে। সুরতরঙ্গের মূর্ছনায় ডুবে যাচ্ছে এক অংশনীয় শক্তির স্বত্ববান। উত্তম শক্তির বিপরীতে সে একজন শয়তানের বাহক। স্বীয় জন্মলগ্ন থেকে নরকের অগ্নিতে দগ্ধ হওয়ার জন্য অদৃষ্ট তৈরি ছিলো আন্দ্রেয়াজের। এক অভিশাপ, লোভ, আশংকা সমস্ত কিছুর প্রতিফলনের ফলে জন্ম নেয় শয়তানের দূত। অথচ অসত্যের ধ্বংসক সত্যের পরাজয় কখনো সম্ভব নয়। অভিশাপকে মথিত করবে নীল রঙের আলো। যে জন্ম নিয়েছে আন্দ্রেয়াজের অতি প্রিয়ভাজন হিসেবে। আফারীতদের বাদশাহ এসমাদের সামনে বিশাল এক প্রহেলিকা। সত্যকে রক্ষা করতে সে কি শেষ অবধি পরিত্রাণ পাবে মহামান্য আন্দ্রেয়াজের বিরুদ্ধে অস্ত্র তোলার থেকে? সবকিছুর পরিসমাপ্তি ঘটতে চলেছে। কিংবা চক্রকারে পুনরায় শুরু হতে চলেছে সব।