সারসংক্ষেপ:
“চৈত্রিকা এক সাধারণ সপ্তদশী। যার আগে পিছে নেই কেউ। মামা-মামির সাথেই থাকা তার। অন্যদিকে এক জমিদার বাড়ি এবং তার রহস্যময় সদস্য। যাদের সাথে কোনো সম্পর্কই নেই এই সপ্তদশীর। অথচ অদ্ভুতভাবেই জমিদার বাড়ির প্রতি তার প্রবল ঘৃণা। সেই জমিদার সদস্যদের প্রতিও তার ক্ষোভ, আক্রোশ। যার অতীত তাকে তাড়া করে বেড়ায়। কী ছিল তার অতীত? কেন-ই বা তার এত রাগ, ঘৃণা, ক্ষোভ এই জমিদারদের প্রতি? জমিদারের ওপর প্রতিশোধের নেশায় সে কী কী করেছিল? শেষ পরিণতি কী ছিল? প্রেম, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর পাপে ভরা জমিদার বাড়ি নিয়ে 'চৈত্রিকা'।”