সারসংক্ষেপ:
লোয়েন অ্যাশলি একজন উঠতি লেখিকা। ক্যারিয়ারের কানাগলিতে থাকা অবস্থায় অভাবনীয় এক সুযোগ পেয়ে যায় সে। সুযোগটা আসে বেস্টসেলিং লেখিকা ভেরিটি ক্রফোর্ডের স্বামী জেরেমি ক্রফোর্ডের কাছ থেকে। দুর্ঘটনায় আহত স্ত্রীর লেখাগুলো শেষ করে দেয়ার জন্য লোয়েনকে প্রস্তাব দেন তিনি। ভেরিটির কয়েক বছরের কাজ ঘেঁটেঘুঁটে দেখার জন্য ক্রফোর্ডদের বাড়িতে গিয়ে পৌঁছায় লোয়েন। শুরু করার জন্য কিছু রসদ তো লাগবে। আচমকা তার হাতে এসে পড়ে অকল্পনীয় এক জিনিস। ভেরিটির অগোছালো অফিসে খোঁজাখুঁজি করতে গিয়ে তার অসম্পূর্ণ আত্মজীবনীটা হাতে পেয়ে যায় সে। এ জিনিসটা সম্ভবত গোপন রাখতে চেয়েছিল ভেরিটি। রুদ্ধশ্বাসে সেটা পড়ে রক্ত হিম করা নানা তথ্য জানতে পারে লোয়ে...