সারসংক্ষেপ:
"অটোমান সাম্রাজ্যের উত্থান" বইটির সম্পর্কে কিছু কথা: মুসলিম ইতিহাসে যে কটি সাম্রাজ্যের ইতিহাস খুঁজে পাওয়া যায় সেগুলোর মধ্যে নিঃসন্দেহে অটোমান সাম্রাজ্য বৃহত্তম ও শক্তিশালী। এ সাম্রাজ্যের ইতিহাস আমাদের গর্ব ও অহঙ্কারের। আমরা ক্রমশ ইতিহাসবিমুখ হয়ে পড়ছি। এভাবে চলতে থাকলে হয়তো আমরা একদিন এই গর্বিত ইতিহাস হারিয়ে ফেলবো। রাতারাতি অটোমান সাম্রাজ্য গড়ে ওঠেনি। তাদেরকে অনেক চড়াইউত্রাই অতিক্রম করতে হয়েছে। ১২৯৯ সালে ছোট একটি বেলিক বা জায়গীর থেকে এ সাম্রাজ্যের সূচনা হয়েছিল এবং ৬২২ বছর পর্যন্ত এ সাম্রাজ্য টিকে থাকে। আধুনিক তুরস্ক অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার বহন করছে। দেশটির মূল অংশ এশিয়ায় ও ছোট একটি অংশ কন্সটান্টিনোপল ইউরোপ মহাদেশে। এ কৌশলগত সুবিধা থাকায় তুরস্কের মূল ভূখণ্ডে উদিত অটোমান সাম্রাজ্য ইউরোপকে মোকাবিলা করতে সক্ষম হয়। এ বইটিতে মোট ১৮ অটোমান সুলতানের আমলের ঘটনাবলী তুলে ধরা হয়েছে।