সারসংক্ষেপ:
কৌশিক মজুমদার’এর সূর্যতামসী বলছে উনিশ শতকের কলকাতার গল্প। কিন্তু শুধুই কি তাই? যাদুবিদ্যা, ভয়ংকর সব ষড়যন্ত্র, একদল উন্মাদ, ফ্রিম্যাসনের গুপ্ত সমিতি এবং নৃশংস হত্যাকাণ্ডের আড়ালে লুকিয়ে রয়েছে পুরোনো এক রহস্য। সেই রহস্যের রেষ ধরেই ঘটে যাচ্ছে একের পর এক ভয়ংকর সব ঘটনা। চন্দননগরে ঘটে গিয়েছে হত্যাকাণ্ড। চুপিসারে পাওয়া যাচ্ছে গুপ্তধনের আভাস। পারবে কি এক তরুণ ডিটেকটিভ এসব সামলে নিতে? প্রিয়নাথের শেষ হাড় মুরের কাব্যগাথা গণপতির ভূতের বাক্স, তারিণীর ছেঁড়া খাতা