সারসংক্ষেপ:
১১ বছর বয়সী এক কিশোর কে খুবই বিকৃত ভাবে শ্লীলতাহানি করে খুবই নৃশংস ভাবে খুন করা হয়। ছেলেটির দেহ থেকে মাংস কামড়ে তুলেও ফেলা হয়। সকল ধরনের প্ৰমাণ, চাক্ষুষ সাক্ষীর বক্তব্যে, ফরেনসিক রিপোর্ট বলছে এমন ভয়াবহ কাজটি করেছে নেইবারহুড এর সবার মাঝে পরিচিত এক ব্যক্তি। গ্রেফতার করা হলো তাকে। কিন্তু দৃঢ় ভাবে অস্বীকার করছে সে। এমনকি খুনের দিনে অন্য শহরে ছিলো এমনটি বলছে। খোঁজ নিয়ে দেখা গেলো যে হ্যা, খুনের দিনে সে আসলেই শহরের বাহিরে একটি পোগ্রামে ছিলো, তাহলে ফরেনসিক রিপোর্ট ? একসময় ডিএনএ টেস্ট এর একাংশ ও হাতে চলে আসলো, ম্যাচ করলো গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে। কোর্টে চালান করা হলো। কোর্টে চালানের দিন, প্রতিশোধ নিতে রাস্তায় তাকে গুলি করে নিহত ছেলেটির ভাই। মৃত্যু সজ্জায় ঢলে পড়ে সাথে সাথেই কিন্তু শেষ মুহুর্তেও বলে যে সে খুন করেনি !!! সকল তথ্য প্রমাণ লোকটির বিপরীতে থাকলেও ডিটেকটিভ এর মনে খচখচ করতে থাকলো। একই রকম চেহারার কেউ ? জমজ ভাই ? কিন্তু না, অন্য জায়গা থেকে পাওয়া ফিঙ্গার প্রিন্ট এর সাথেও ম্যাচ করে গ্রেফতারকৃত ব্যক্তির আঙুলের ছাপ। একই লোক একই সময় ২ জায়গাতে কিভাবে থাকতে পারে ? অতিপ্রাকৃত কিছু ? ডিটেকটিভ এর মন বলতে শুরু করেছে খুনি হয়তো অন্য কেউ। কিন্তু এই জল জ্যান্ত প্ৰমাণ গুলো ? চাক্ষুস সাক্ষী গুলো ? নাহ, কিছু একটা সমস্যা তো আছেই। ডিটেকটিভ আবার শুরু করে তার ইনভেস্টিগেশন। আবার এই খুনের সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে শত শত মাইল দূরে হয়ে যাওয়া আরেকটি খুনের ঘটনা। কিন্তু কিভাবে ? কেনো ?? হচ্ছেটা কি এখানে আসলে ???