সারসংক্ষেপ:
ওশান অ্যাভিনিউয়ের ১১২ নম্বর বাড়ি — এক সময় ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দু। জর্জ আর ক্যাথি সস্তায় পেয়ে গেলো এই বাড়িটি, তিন সন্তান নিয়ে আনন্দে উঠেছিলো সেখানে। কিন্তু তাদের কি জানা ছিলো, ওই বাড়ি শুধু একটি ঠিকানা নয়, এক ভয়ঙ্কর অন্ধকারের আড়াল? এক বছর আগের হত্যাকাণ্ডের ছায়া এখনও কি ঘুরে ফিরে বাড়িটা তাড়া করছে? পিছনের নৌকা রাখার ছাউনির গোপন রহস্য কী? কেন রাতের অন্ধকারে, সারা ঘর বিষাদের নীরবতায় জর্জের ঘুম ভেঙে যায় ঠিক সোয়া তিনটায়? আর তাদের কুকুর হ্যারির আচরণ কেন বদলে যাচ্ছে, অলস ও সন্দেহজনক? আপনি কি প্রস্তুত লুৎজ দম্পতির আটাশ দিনের দুঃস্বপ্নময় অভিজ্ঞতার মুখোমুখি হতে?