সারসংক্ষেপ:
কমলগঞ্জের অভিজাত খাঁ বাড়িতে নেমে এসেছে কালো ছায়া। একের পর এক আশ্চর্য ঘটনা ঘটছে সেখানে। পোষা প্রাণী মারা যাচ্ছে, বাড়ির লোকের সামনে আচমকা বেরিয়ে আসছে একের পর এক অদ্ভুত প্রাণী। কেউ বলছে জিনের আছর, কেউ আবার মোট দিচ্ছে কালো জাদুর পক্ষে। কিন্তু এসব ঘটনার সাথে আলিম খাঁয়ের মেয়ে নুরীর কী সম্পর্ক? কোন উপায়েই কাজ হলো না। দোয়া পড়ানো হলো, তার মধ্যেই ঘটলো অশুভ ঘটনা, তান্ত্রিককে আনা হলো, কিন্তু তান্ত্রিক নিজেই নিজের বাণে অসুস্থ হয়ে পড়লো। শেষ পর্যন্ত লালকে আসতে হলো। কিন্তু যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তেমন ঘটনা কেউ কখনো না শুনেছে, না দেখেছে। লাল বুঝতে পারলো, সে এখন পর্যন্ত অনেক কিছুই শিখেছে বটে, কিন্তু এখানে যা ঘটছে, সেই জ্ঞান এখন পর্যন্ত লাভ করা হয়ে ওঠেনি লালের। কী ঘটবে?