সারসংক্ষেপ:
স্বপ্ন! পৃথিবীতে এমন মানুষ পাওয়া দুষ্কর যিনি স্বপ্ন দেখেন না। কম হোক বেশি হোক সবাই স্বপ্ন দেখেন। তবে সেই স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয়ত সবার হয়ে ওঠে না। এই বইটির একটি বড় অংশ জুড়ে রয়েছে স্বপ্ন এবং আমার আপ্রাণ বিশ্বাস জীবনে আমরা সকলেই সান্তিয়াগোর মতো। আমরা আপ্রাণ চেষ্টা করি নিজেদের স্বপ্নকে পূর্ণ করতে। তবে কেউ কেউ পারি আবার অনেকের পক্ষে তা হয়ে ওঠে না। হয়ে ওঠে না কি? না কি আমরা পর্যাপ্ত প্রচেষ্টাটুকু করতে পারি না? এখানেই হয়ত আসল সত্যটা রয়েছে। তা হলো-জীবনের কোনো অংশেই হাল ছেড়ে দেওয়া যাবে না। স্বপ্নকে গুরুত্ব দিয়ে তা পূরণের সাহসটুকু যদি দেখাই তাহলে তা পূরণের পথেও যত পরীক্ষা রয়েছে তা পূরণে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে।