সারসংক্ষেপ:
যদি আবার কোনোদিন সময় হয়, তবে পিছু ডেকো, আমি কান পেতে রইলাম। যদি খুব মনে পড়ে ফিরে এসো, আমি খোলা দরজায় দাঁড়িয়েই থাকব। যদি তোমার অনুভবে আমায় জাগে তবে চিঠি দিও সবুজ খামে, আমি সেই পুরানো ঠিকানায় রইব। যদি চিন্তা হয় আমায় নিয়ে তবে ভেবো না, শুধু একটি কথায় বলব, বেশ ভালো আছি আজ তোমাকে হারিয়ে