সারসংক্ষেপ:
আপনার কি অপরাধ করতে ইচ্ছে করে? করে নিশ্চয়ই। কিন্তু মনের উপর জোর খাটিয়ে আপনি সে ইচ্ছা দমন করে রাখেন। কিন্তু যদি মনের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কখনো কিংবা যদি ইচ্ছে করে মনকে ছেড়ে দেন মনের মতো, তখন দেখবেন কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি রিপুর তাড়নায় আপনি কেমন আকণ্ঠ ডুবে যাচ্ছেন। অন্যায়, অশুভ প্রবৃত্তি কেমন কিলবিলিয়ে বেড়ে উঠছে আপনার আত্মার গহীনে। জাপানের কিংবদন্তি সাহিত্যিক এদোগাওয়া রানপো এই রিপু তাড়িত গল্প গুলোই অদ্ভুত নিপুণতায় তুলে এনেছেন বইয়ের পাতায়। আমাদের সবার যে একটা করে অপরাধী মন আছে, নয়টা গল্পে উঠে এসেছে সেই অন্ধকার মনের অন্ধি সন্ধি। প্রিয় পাঠক, রানপো'র অদ্ভুত অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় আপনাকে স্বাগতম।