সারসংক্ষেপ:
যখন গ্রেস লা’সন গত ছুটিতে তোলা তার পরিবারের কিছু ছবি সদ্য ডেভেলপ করে বাসায় নিয়ে আসে তখন ছবিগুলোর মধ্য থেকে অন্তত বছর বিশেকের পুরনো একটা ছবি আবিষ্কার করে সে,ছবিতে উপস্থিত একজনের সাথে তার স্বামী জ্যাকের চেহারার মিল লক্ষণীয়। জ্যাক বিষয়টা পুরোপুরি অস্বীকার করে,কিন্তু ঐ রাতেই ছবিসমেত উধাও হয়ে যায়। এই ছবির সূত্র ধরে উন্মোচিত হয় রহস্য এবং ষড়যন্ত্রের জটিল এক নকশা যা গ্রেসের চারপাশের জগৎকে ছিন্নভিন্ন করে ফেলার হুমকি দেয়। পরিবারকে বাঁচানোর চেষ্টার দুর্বিষহ যাত্রার এক পর্যায়ে গ্রেস নিজের অতীতের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয়।