সারসংক্ষেপ:
অরবিন্দু সিরিজ বই এর সংলাপ দিয়ে শুরু করছি- ভালোবাসো? হ্যাঁ। প্রমাণ? -ভালোবাসা কোন থিয়োরি নয় যে প্রমাণ থাকবে। ভালোবাসা হাইপোথিসিস, ধরে নিতে হয়। ভালোবাসা ধরে নেওয়া যায়? - হ্যাঁ। ভালোবাসি এই ভয়াবহ কথাটা তো আর যাকে তাকে বলা যায় না। ভালোবাসা একটা প্রশ্নবোধক চিহ্ন। বই জুড়ে অরবিন্দু ও বেনারসি দুটি চরিত্র সেসব প্রশ্নের উত্তর চিত্রায়িত করেছে। পাশাপাশি ভালোবাসার অনুভূতি, কল্পনা, আহ্লাদ, আনন্দ ও বিরহের পারফেক্ট প্রতিচ্ছবি। অরবিন্দু ও বেনারসি কথপোকথনে স্মৃতির সমষ্টি জীবন, মানুষের শূন্যস্থানের অপূর্ণতা, আনন্দের গভীরে দুঃখের সৌন্দর্য, দুঃখ গ্রহণে আন্তরিকতা ভালোবাসা এমন নানন্দিক তত্ত্বের প্রকাশ ঘটেছে। বইয়ের প্রতিটি সংলাপ চারিপাশের বিপন্ন হৃদয়ের ভাষা। যেন ভালোবাসার সর্বজনীন ভাষার রূপান্তর ও দর্শন।