সারসংক্ষেপ:
পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। ঊনবিংশ শতাব্দীর গ্রামীণ সমাজের মানুষের জীবন-ধারণের পটভূমি নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। বাংলাসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় তাঁর অনেক উপন্যাসের চিত্রনাট্য নির্মিত হয়েছে এবং সেগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। সাড়া দিয়েছে মানুষের হৃদয়ে। আজ থেকে শত বছর আগেও গ্রাম বাংলার সৌন্দর্যের আড়ালে ছিল সমাজের এক করুণ রূপ। জমিদারি প্রথা, ধনী-গরিব বৈষম্য, ধর্মীয় কুসংস্কার, হিন্দু মুসলমানের অর্থনৈতিক বৈষম্যসহ বাংলার সমাজের সবকিছুই যেন উঠে এসেছে এই উপন্যাসে। পল্লী সমাজ যেন বাস্তব সমাজের একখন্ড রূপ যা অতি সূক্ষ্ণভাবে সমাজের পুরো চিত্র প্রতিফলিত করেছে।