সারসংক্ষেপ:
ফ্ল্যাপ: "চাঁদের আলোয় সিক্ত হয় প্রহর, আর তারপর শুরু হয় আলাপন। যখনই মেঘ ডাকে, ভিজে যায় গা, উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় প্রহর রাঙায়। ভেজা মাটির সোঁদা সৌরভে, সৃজন হয় বৃষ্টিভেজা আলাপন।" এক বৃষ্টিকন্যার প্রেমে ডুবে থাকা এক প্রেমিক পুরুষ, নাকি এক প্রেমিকের ভালবাসায় সিক্ত হওয়া বৃষ্টিকন্যা? এমনই সব প্রশ্নের উত্তর নিয়ে, বৃষ্টির রিমঝিম সুরে, আসছে প্রেমিক পুরুষ অভিরাজ ও অর্ধবিদেশি এক বৃষ্টিকন্যা।