সারসংক্ষেপ:
প্রথম ভালোবাসা অনেক সময়ই অসমাপ্ত থেকে যায়, কখনো বয়সের ব্যবধানের কারণে, কখনো জীবনযাত্রার কঠিন বাস্তবতায়। এ গল্পের নায়িকা, চৌদ্দ বছর বয়সী এক কিশোরী, যার কল্পনায় গড়া প্রথম প্রেমিক একজন ব্যস্ত রাজনীতিবিদ। বয়সে বারো বছরের ব্যবধানের পরও ভালোবাসার উষ্ণতা তাদের আলাদা করতে পারেনি। লুকোচুরির সাক্ষাৎ আর চিঠির মাধ্যমে চলতে থাকা এক প্রণয়ের গল্প এটি, যেখানে দায়িত্ব আর আবেগের টানাপোড়েনে বাঁধা পড়ে থাকে দুইজনের সম্পর্ক। একজন দায়িত্বশীল পুরুষ, যার জীবন রাজনীতির ব্যস্ততায় মোড়া, আর অন্যজন পরিবারের আদরের ছোট মেয়ে—এই দুই বিপরীত পৃথিবীর মানুষের অসম্ভব সুন্দর এক প্রেমের উপাখ্যান। "এমন একটা তুমি চাই" পাঠককে নিয়ে যাবে প্রথম প্রেমের মিষ্টি অনুভূতির জগতে, যেখানে বাস্তবতা আর কল্পনার মধ্যে এক অবিরাম লড়াই চলতে থাকে।