সারসংক্ষেপ:
দীর্ঘ আটাশ বছর পর ইতিহাস যেন আবারও নিজেকে পুনরাবৃত্তি করল। চৌধুরী বাড়ি এবং তালুকদার দুইটা বাড়ি পাশাপাশি, অথচ তাদের দেয়ালচেরা দূরত্ব পাহাড়সম। এক প্রজন্ম আগে ভালোবেসে সংসার গড়েছিল দুই বাড়ির সন্তানরা। কিন্তু চৌধুরী পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। ঘোষণা দিয়েছিল ত্যাজ করার। সেই ক্ষত আজও শুকায়নি। আবারও নতুন ক্ষত। চৌধুরী বাড়ির ছোট মেয়ে আষাঢ় চৌধুরী। ছোট, সরল, মায়ায় ভরা। ক্যাপ্টেন মাহমুদ আর্শিয়ান তালুকদার যে, শক্তিশালী, অদম্য, ব্যক্তিত্বের আলোয় দীপ্ত। ভালোবাসা নিঃশব্দে যখন তাদের দু'জনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সামনে আসে আটাশ বছর আগের বাঁধা। তাদের হৃদয় যখন এক হয়ে স্পন্দন তোলে, ঠিক তখনই আসে ভাঙনের সুর। ভালোবাসা কি সত্যিই তাদের পূর্ণতা দেবে? নাকি আবারও ইতিহাস হয়ে যাবে অভিশাপের পুনরাবৃত্তি? না-কি জয়ী হবে দু'টি হৃদয়ের সঞ্চিত একে-অপরের প্রতি অনুভূতি?