সারসংক্ষেপ:
তুমি কি আমার ক্লান্তি লগ্নের এক ফোঁটা বৃষ্টি হবে? যাকে গায়ে মেখে, আমি দুঃখ ভুলে যাব। তুমি কি আমার একলা আকাশের, চাঁদ হবে? যার আলোয়, নিজেকে হারিয়ে খুঁজে পাব। তুমি কি আমার নীরব রাত্রিতে, মন খারাপের সঙ্গী হবে? যার কাছে মন খুলে, দুঃখ বিলাস করব। তুমি কি আমার তপ্ত দিনের একটুখানি সমীরণ হবে? যার শীতল স্পর্শে, ক্লান্তি ভুলে যাব। প্রেম, দ্রোহ, ঘৃণা, ষড়যন্ত্র আর প্রহেলিকা পেরিয়ে প্রেমিকের প্রেমময় বার্তা, প্রেমিকার নিকট পৌঁছাল। তবে, নিজের সীমানা ডিঙিয়ে প্রেমিকা কি পারবে প্রেমিকের ক্লান্তি লগ্নের এক ফোঁটা বৃষ্টি হতে? নাকি শিশিরের মতন মিলিয়ে যাবে, একটুখানি রৌদ্রস্নানেই।