সারসংক্ষেপ:
ফ্ল্যাপঃ ইলমা, চাঁদ এবং তারা দিয়ে সজ্জিত আকাশের দিকে তাকিয়ে অধর যুগল টেনে স্মিত হাসে। আদনানকে জিজ্ঞেস করে, "চাঁদ নাকী তারা?" আদনান একপলকে ইলমার দিকে তাকিয়ে সুকন্ঠে গড়গড় করে বলল, "প্রিয়তমার দু'টি চোখ।" আদানানের কথায় ইলমা জেনো ভীষণ লজ্জা পেলো। মূহুর্তে মাথাটা নিচু করে নিলো। ইলমার লজ্জা মিশ্রিত মুখপানে চেয়ে আদনান স্মিত হাসল। এগিয়ে এসে ইলমার কোমড়ে হাত রাখে। বুকের খুব কাছে টেনে নেয় মেয়েটাকে। চোখের পাতায় ঠোঁট ছুঁইয়ে দিয়ে বলে, "শুনেছেন মিসেস শাহরিয়ার আদনান শেখ, আমি ভালোবাসার সুখ নামক তীব্র অসুখে আক্রান্ত হয়েছি। এই অসুখে ভালো থাকার একমাত্র উৎসটা আপনি এবং আপনার সঙ্গ। সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমার অসুখটাকে আরো মিষ্টিময় করে তুলুন—প্লিজ।" আদনানের কথায় ইলমা অনাবিষ্ট হয়ে জবাব দে, "যেখানে গোটা আমিটাই তোমার, সেখানে অনুরোধ থাকাটা বেমানান।”