সারসংক্ষেপ:
আচ্ছা আজকে আকাশে চাঁদ নেই কেন?”নিহির কথা শুনে আমান শুধায়, “আকাশের চাঁদ মাটিতে যে তাই।”“মানে?”“মানে তুমি। প্রতিদিন দুটো চাঁদ থাকে। একটা আকাশে আরেকটা জমিনে। আকাশের চাঁদ তো চেনোই। আর জমিনের চাঁদ তুমি! আজকে আকাশের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে আছে। আর জমিনের চাঁদ আমার সামনে।”“আমি এতদিন ভাবতাম আপনি চাইলে গায়ক হতে পারতেন। কিন্তু এখন মনে হচ্ছে আপনি শুধু গায়কই নন; বরং একাধারে গায়ক, কবি, গল্পকার হতে পারবেন।”“এতকিছু তো হওয়ার প্রয়োজন নেই আমার। আমি গান, কবিতা, গল্প যাই করি সবটা আমার নিহুর জন্য। মুগ্ধ হলে শুধু আমার নিহুপাখিই হোক৷ অন্য কাউকে আকর্ষিত বা মুগ্ধ করার ইচ্ছে আমার নেই।”“আপনি আমায় এত ভালোবাসেন কেন? এত ভালোবাসবেন না! নজর পড়বে আমাদের ভালোবাসায়। আমি আপনাকে হারাতে চাই না।”“আল্লাহ্ আছে তো, নিহু৷ তিনি সব নজর কাটিয়ে দেবেন। এটা আমার বিশ্বাস। আর আমি তোমায় হারাতে দেবো না।