সারসংক্ষেপ:
"পাত্রীর নাম?" কাজির প্রশ্নে আজওয়াদ মোহর মুখের দিকে তাকালো, তারপর মনে করার চেষ্টা করে, "নেশা না কী জানি নাম?" কাজি সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, "বিয়ে করতে এসেছেন অথচ পাত্রীর নাম জানেন না?" বিরক্ত হয় আজওয়াদ মোহর থেকে চোখ সরিয়ে কাজির দিকে তাাকিয়ে বলে, "আপনাকে যা করতে দিয়েছি তা করেন।" কথাটা বলেই মোহর গলায় ঝোলানো আইডিকার্ডটা দেখে বলে, "নাম - মানহিতা মোহ। ব্লাড গ্রুপ ও-পজিটিভ। " সাথে সাথেই কাজির সাথের লোকটা শব্দ করে হেসে দিলো। তারপর বলে, "প্রথমে নাম জিজ্ঞেস করেছে তা বলতে পারেনি৷ এখন নামের সাথে রক্তের গ্রুপও বলছে।"