সারসংক্ষেপ:
“পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি কী, জানেন, আরিশ ভাইয়া?” প্রেয়সীর করা প্রশ্নের প্রত্যুত্তরে জবাব দিল না আরিশ, কেবল মোহিত দৃষ্টিতে চেয়ে রইল অপলক! অতঃপর তার প্রেয়সী নিজে থেকেই উত্তর দিল, “ভালোবাসার অনুভূতি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি। একটি নির্দিষ্ট মানুষের ভালোবাসায় আটক হলে সে অনুভূতির সামাল দেওয়া মুশকিল। কেউ প্রকাশ্যে অনুভূতি ব্যক্ত করে ভালোবাসে আবার কেউ-বা গোপনে। গোপনে ভালোবাসা হয় ভয়ংকর। তাই তো ভালোবাসতে ভয় করে!” প্রেয়সীর কথাতে আরিশ গোপনে হাসল আর জবাব দিল, “আমি না হয় গোপনেই তোমাকে ভালোবাসলাম। যে ভালোবাসা হয় ভয়ংকর! যে ভালোবাসা বাসতে কোনো কারণের প্রয়োজন হয় না, অকারণে ভালোবাসা যায় এমন ভালোবাসা। যে ভালোবাসায় থাকবে কেবল মুগ্ধতা আর প্রেয়সীকে হারানোর ভয় আর সেই ভয়েই পৃথিবীর সবচেয়ে পাগল প্রেমিক হওয়া! তার চোখে পৃথিবীর সবচেয়ে অভদ্র মানুষের খেতাব হাসিল করা!”