সারসংক্ষেপ:
ছুটির ঘণ্টা বাজলে মাশরিফ ও তার বন্ধুরা ক্লাসরুমে আসে ব্যাগ গোছাতে। হাসতে হাসতে মাশরিফ ব্যাগ গুছাচ্ছিল আর ততক্ষুনি দেখে একটা লাল ছোটো রঙিন কাগজ। মাশরিফ বুঝে যায় এটা চিঠি। একটু সাইডে গিয়ে চিঠিটা খোলে। “শুভ জন্মদিন কল্পপ্রেমিক, আজকের দিনে প্রায় দুই দশক আগে তোমার জন্ম। তোমার মায়ের মুখে ফুটে ওঠা এক টুকরো হাসি ও চোখের কার্ণিশ থেকে গাল গড়িয়ে পড়া কয়েক ফোঁটা সুখের অশ্রুবিন্দুর কারণও তুমি। সময়ের পরিক্রমায় তুমি আজ কিশোর বয়স পেরিয়ে গেছ। যাইহোক, তোমার দিনটা খুব আনন্দঘন হোক। সবসময় তোমার ঝুলিতে সুখপাখিরা জমা হোক। -ইতিতে কল্পপ্রেমিকা।”