সারসংক্ষেপ:
অহনা দাঁতে কেলিয়ে হেঁসে বলল, 'কী ব্যাপার, এখনো এখানেই বসে আছেন যে? বাসায় যাবেন না?" সায়ন বিল মিটিয়ে উঠে বাড়ির পথে হাঁটা ধরল। অহনা ছুটে এসে ওর পিছু ধরে পায়ের সাথে পা মিলিয়ে বলল, 'উত্তর দিচ্ছেন না কেন? আপনি আমায় ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা আপনার বয়স কত বলেন তো?" সায়ন কপাল কুঁচকে বলল, 'কেন, বয়স জেনে কী করবে?" অহনা মিটিমিটি হাসছে।