সারসংক্ষেপ:
“বিহান, তোমার বাবা—তেমার জন্য একটা মেয়ে দেখেছে। মেয়েটা অপরূপা-সুন্দরী, বলতে পারো শহরের সেরা সুন্দরী।” বিহান তখন ফোন স্ক্রল করছিল। মায়ে বলা কথাগুলো কানে যেতেই থেমে মাথা তুলল। ভারী এক নিঃশ্বাস ছেড়ে বলল, “সে কি দিয়ার চেয়েও সুন্দর?” মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “দিয়া?” বিহানের চোখ স্থির হয়ে গেল দূরে কোথাও। ঠোঁট থেকে দৃঢ় স্বরে ঝরে পড়ল, “হয় দিয়া, নয় কেউ নয়। ইটস মাই ফাইনাল ডিসিশন।”