সারসংক্ষেপ:
ক্ষমতা মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কারো হাতে গেলে তা হয়ে ওঠে কল্যাণের হাতিয়ার, আবার কারো হাতে গেলে তা হয়ে যায় সর্বনাশের অস্ত্র। উজ্জ্বল ভাইয়ের কাছে দুনিয়ার সব ক্ষমতা তুচ্ছ। মন্ত্রী-এমপি হওয়া,মেম্বার-চেয়ারম্যান হওয়া, টাকার পাহাড় বানানো কোনো কিছুতেই তার টান নাই। তার একটাই সাধ,সারাজীবন বউয়ের ক্ষমতায় থাকা।বউ যদি স্বৈরাচারী হয় তাতেও দোষ নাই।