সারসংক্ষেপ:
স্বপ্নলোকে বাস করা এক স্বপ্নপুরুষ, যার ঝাপসা আহ্বানেও হেমলক পানের ইচ্ছা জাগে। শুকনো পাতার মড়মড় শব্দে যখন ঘুম ভাঙে, বুকের বাঁ পাশ ছুঁয়ে সে বলে, "হৃদয়ে রয়েছ গোপনে।" সোনালী রঙা এক ডায়ারির ভেতরের রহস্যে আটকে যায় ছাব্বিশ বছর বয়সী এক পুরুষ। তার চোখের সামনে দুটো দুনিয়া ভেসে ওঠে। কখনো ভালোবাসায় কখনো বা ভ্রমে ডুবে যায় সে। কাহিনীর শুরু কোথায় আসলে? সোনালী সেই ডায়ারি থেকে? যখন পুরো পৃথিবী স্তিমিত হয়ে যায় তখন উত্তর আসে হয়তো হ্যাঁ কিংবা না। এই দ্বিধার মাঝে ডুবে থাকা পুরুষটির মুক্তিই বা কোথায়? যেখানে স্বার্থই সব। অনন্য জিনিসের প্রতিই লোভ। সেখানে প্রেয়সী নাকি ক্ষমতা, কাকে বেছে নিবে সে?