সারসংক্ষেপ:
এক রুপকথাকে তাড়া করে চলে কবীর শাহ। বাজপাখি সম্বোধনে যাকে সকলে চিনে। ইতিহাসে হারিয়ে যাওয়া কবি ইফ্রাতের বর্ণনার পার্শুমাসের সুন্দরী লায়লার হৃদয়টিকে গভীর সমুদ্রে সন্ধান করে চলেছে। নিয়ন্ত্রিত এ পুরুষটির জীবনে হঠাৎ তার আশেপাশের দৃঢ় দেয়ালে ফাঁটল ধরিয়ে শত্রুর কিশোরী কন্যা তোশার আগমন ঘটে। মেয়েটা স্বপ্ন দেখে অদ্ভুতভাবে কিংবা স্বপ্নে বাঁচে।যেখানে বয়সের পার্থক্য বিশ বছর সেখানে কেমন অদ্ভূত অনুভূতি তৈরী হয়ে গেলো। সমুদ্র,একটি রুপকথা,ভালোবাসা, ঘৃণা,ভয়,ষড়যন্ত্র,ধোঁকা সবকিছুর ঝড়কে অতিক্রম করে এক সূর্য উঁকি দিবে।তোশার ভাষ্যমতে সেটিই " মিঠা মিঠা রোদ "